
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সিরিজে ভালো ফর্মে থেকেও নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। যদিও তিনি জানিয়েছেন পরিবারকে সময় দেয়ার জন্যই এ বিরতি নেওয়া। তবে ইতোমধ্যে কয়েকটি সাক্ষাৎকার দিয়ে সমালোচিত হচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্য এগুলো নিয়ে মাথা ঘামান না তিনি। নতুন বছরে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে এ বছরকে বিদায় জানান সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক আশা নিয়েও গেলেও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। বাছাইপর্ব কোনোভাবে পার করলেও সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হয় টাইগারদের।
এটি নিয়ে হতাশা প্রকাশ করে সাকিব বলেন, 'হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা পরিপূর্ণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ। কিন্তু এরকম এর আগেও হয়েছে। যার পরে আমরা ভালোভাবে কামব্যাক করেছি। আশা করছি নতুন বছরে আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব এবং নিজেদের আরও উন্নতি করতে পারব।' বিশ্বকাপের পর পাকিস্তান সফরেও বাজে ফর্মে ছিল বাংলাদেশ। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে টাইগাররা। সাকিব অবশ্য এ সিরিজটি নিয়ে আশাবাদী। তিনি মনে করেন নিউজিল্যান্ডে বাংলাদেশ ভালো কিছুই করবে।