News71.com
 Sports
 26 Dec 21, 08:26 PM
 433           
 0
 26 Dec 21, 08:26 PM

ক্রিকেট॥ মিঠুনের ব্যর্থতার দিনে সৌম্যর সেঞ্চুরি

ক্রিকেট॥ মিঠুনের ব্যর্থতার দিনে সৌম্যর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে শতক হাঁকানোর পর এবার আরও একটি শতকের দেখা পেয়েছেন সৌম্য সরকার। ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে ২০৫ বলের মোকাবেলায় সেঞ্চুরির দেখা পান এ ব্যাটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার (২৬ ডিসেম্বর) তৃতীয় রাউন্ডের খেলায় বিসিবি সাউথ জোনের মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ব্যাট করতে নেমে ৭ রানে মিজানুর রহমান ও ১২ রানে মোহাম্মদ মিঠুন আউট হলে বিপর্যয়ে পড়ে দলটি। তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে হাল ধরেন সৌম্য।

সৌম্যকে সঙ্গ দেয়া সালমান হোসেন ইমন ৭০ রান করে বিদায় নিলেও থিতু হয়ে ব্যাট করতে থাকেন সৌম্য। ২০৫ বলে শতক তুলে নেন এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ ২২১ রান। এর আগে প্রথম রাউন্ডে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন সৌম্য। পরের ম্যাচে দল হেরে গেলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেন এই তারকা ব্যাটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন