News71.com
 Sports
 22 Jan 22, 11:19 AM
 252           
 0
 22 Jan 22, 11:19 AM

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারল ভারত

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারল ভারত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হেরে ব্যাকফুটে থাকা ভারত এবার ওয়ানডে সিরিজেও হারল। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরলো প্রোটিয়ারা। পার্লের বোল্যান্ড পার্কে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো ভারতের।

লক্ষ্য হিসেবে ২৮৭ রান পার্লের মাটিতে বেশ বড় স্কোর। কিন্তু বোলারদের ব্যর্থতায় সাফল্য পায়নি ভারত। নির্বিষ বোলিং এবং প্রোটিয়া ব্যাটারদের বুদ্ধির কাছেই হার মেনেছে তারা। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল তো জ্বলেই উঠতে পারলেন না। অথচ এই উইকেটে জেতার একমাত্র ফর্মুলা অর্থাৎ টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া এবং বড় সংগ্রহ গড়া; ভারতের অধিনায়ক লোকেশ রাহুল টস জিতেও তাই বলেছিলেন।  ব্যাট হাতে অবশ্য ভারতের শুরুটা ভালোই ছিল। আগের দিন দ্রুত বিদায় নেওয়া রাহুল এদিন উইকেট কামড়ে পড়েছিলেন। দারুণ সঙ্গ দেন শিখর ধাওয়ান। দুজনের জুটিতে ৬৩ রান উঠার পর খেই হারিয়ে এইডেন মার্করামের বলে বিদায় নেন ধাওয়ান (২৯)। এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলি কেশভ মহারাজের নিরীহদর্শন এক বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট কাভারে ক্যাচ তুলে দেন। ৫ বলের মোকাবিলা করে তিনি ফেরেন 'ডাক' মেরে। তবে ধাক্কা কাটিয়ে উঠতে ভূমিকা রাখলেন ঋষভ পন্থ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন