News71.com
 Sports
 03 Jul 16, 02:07 PM
 670           
 0
 03 Jul 16, 02:07 PM

উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে জোকোভিচের বিদায়

উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে জোকোভিচের বিদায়

 

স্পোর্টস ডেস্ক: উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই বিদায় নিলেন টেনিস র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জোকোভিচকে ৬-৭ (৬), ১-৬, ৬-৩, ৬-৭ (৫) গেমে হারিয়েছে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি। কিন্তু বর্তমান বিশ্বসেরা জোকোভিচের বিরুদ্ধে ৪১তম অবস্থানে থাকা কুয়েরির এটি দ্বিতীয় জয়।

গত শুক্রবারে দুজনের তৃতীয় রাউন্ডের ম্যাচটি শুরু হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে তিন দফায় বন্ধ হওয়ার পর গতকাল শনিবার শেষ হয় খেলা। উইম্বলডনের গত দুই আসরের শিরোপা জেতা জোকোভিচই ছিলেন এ ম্যাচে ফেভারিট। কিন্তু র‌্যাঙ্কিংয়ের ৪১তম কুয়েরি প্রথম দুই সেট জিতে চমকে দিয়ে এগিয়ে যান। তৃতীয় সেটে ৬-৩ গেম ব্যবধানের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সার্বিয়ান তারকা কিন্তু শেষ রক্ষা হয়নি। চতুর্থ সেটে দারুণ লড়েও হার মানেন কদিন আগে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণ করা জোকোভিচ। কুয়েরির কাছে হারে গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচের টানা ৩০ ম্যাচের জয়যাত্রাও থামল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন