News71.com
 Sports
 03 Jul 16, 02:11 PM
 667           
 0
 03 Jul 16, 02:11 PM

ইউরোকাপ ফুটবল ।। টাইব্রেকারে ইতালিকে হারিয়ে সেমিতে জার্মানি.....

ইউরোকাপ ফুটবল ।। টাইব্রেকারে ইতালিকে হারিয়ে সেমিতে জার্মানি.....

 

স্পোর্টস ডেস্ক: বড় আসরে ইতালিকে আগে কখনও হারাতে পারেনি জার্মানি। আজ শনিবার রাতে সেই বৃত্ত ভেঙে রেকর্ড গড়ল জোয়াকিম লোর শিষ্যরা। স্নায়ুর লড়াইয়ে টাইব্রেকারের সাডেন ডেথে তারা ৬-৫ গোলে ইতালিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ফ্রান্স-আইসল্যান্ড ম্যাচের বিজয়ী দল। গতকাল শনিবার রাতে ফ্রান্সের স্তাদে দে বর্দোতে নির্ধারিত সময়ে করা ১-১ গোল পরে অতিরিক্ত সময়েও সমতায় থাকে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।

প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি জার্মানি। বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ করে দেয় ইতালির ডিফেন্স। বিরতির পর ৬৫ মিনিটে ইয়োনাস হেক্টরের ক্রস ধরে, দু'জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার গোল করেন মেসুত ওজিল।

কিন্তু সে এগিয়ে যাওয়া জার্মানির বেশিক্ষণ দীর্ঘ হয়নি। ৭৮ মিনিটে সমতায় ফেরে ইতালি। একটি ক্রস বিপদমুক্ত করতে চেয়েছিলেন জেরোম বোয়াটেং। কিন্তু বল তার হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সুযোগটা কাজে লাগিয়ে ইতালিয়ানদের সমতায় ফেরান লিওনার্দো বোনুচ্চি।

নির্ধারিত ৯০ মিনিটের বাকি সময় আর অতিরিক্ত ৩০ মিনিটে দুদলই একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি তারা। তারপরে টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুদলই তিনবার ব্যর্থ হয়েছে গোল করতে। তার মানে ২-২ সমতা। তাই দ্বারস্থ হতে হয়েছে সাডেন ডেথের।

সাডেন ডেথে আবার উল্টো চিত্র। প্রথম তিনটি শট থেকেই গোল করেছে দুদল। কিন্তু চতুর্থ শটে ইতালিকে গোল এনে দিতে পারেননি মাত্তেও দারমিয়ান। হেক্টর অবশ্য সেই ভুল করেননি। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে জার্মানদের অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন এই ডিফেন্ডার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন