
স্পোর্টস ডেস্কঃ ২০২১ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য মোটেই ভালো যায়নি। এমনিতেই করোনা ভাইরাস মহামারির কারণে খুব কম ম্যাচই খেলতে পেরেছে টাইগাররা। তারপর আবার টি-টোয়েন্টি বিশ্বকপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুই ফরম্যাটেই হার।
জাতীয় দলের বছরজুড়ে ব্যর্থতা নিয়ে গত বছর দেশের ক্রিকেটাঙ্গন ছিল সরগরম। তবে এর মাঝেই সাকিব আল হাসান বছরজুড়েই ছিলেন সমালোচনার কেন্দ্রে। জাতীয় দলের হয়ে খেলা, বিশেষ করে টেস্টর প্রতি তার অনাগ্রহ ছিল আলোচনার শীর্ষে। সবার মনেই প্রশ্ন, সাকিব কি আর তিন ফরম্যাটে খেলবেন না? নিউজিল্যান্ডে সর্বশেষ সফরে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। এই সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এর আগে আইপিএলের জন্য তিনি শ্রীলঙ্কা সফর থেকেও ছুটি নেন। প্রশ্ন ওঠে, সাকিব কি টেস্টকে অবহেলা করছেন? ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হুটহাট ছুটি চেয়ে বসেন। বিসিবিও তা মঞ্জুর করতে এক রকম বাধ্য হয়। অবশ্য ধীরে ধীরে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই খেলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ।