
স্পোর্টস ডেস্কঃ দুইশ ছাড়ানো সংগ্রহ গড়ে সহজেই জেতার পথে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু তাদের পথে কাঁটা হয়ে দাঁড়ান সিলেট সানরাইজার্সের দুই ব্যাটার আনামুল হক ও কলিন ইনগ্রাম। দুজনেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তার হ্যাটট্রিকেই চট্টগ্রামের গড়া বিশাল পাহাড় টপকাতে পারেনি মোসাদ্দেকবাহিনী। ফলে দারুণ এক জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো চট্টগ্রাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার বিপিএলের দ্বাদশ ম্যাচে ১৬ রানে জিতেছে চট্টগ্রাম। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের পাহাড় গড়ে নাঈমবাহিনী। জবাবে মোসাদ্দেকের সিলেট ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে পারে। ম্যাচটা আসলে ঘুরিয়ে দিয়েছেন মৃত্যুঞ্জয়। ২০ বছর বয়সী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেস বোলিং অল-রাউন্ডার আসরের প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছেন। একে একে তুলে নিয়েছেন দারুণ খেলতে থাকায় এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত আর রবি বোপারাকে।
লক্ষ্য তাড়ায় নেমে স্কোর বোর্ডে ৯ রান তুলতেই লেন্ডল সিমন্সের উইকেট হারায় সিলেট। ক্যারিবীয় এই ওপেনার ৯ রান করে নাসুম আহমেদের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন। তবে এরপর আনামুল ও ইনগ্রাম মিলে ১১২ রানের দারুণ এক জুটি গড়েন। মূলত এই জুটিতেই স্বপ্ন দেখতে শুরু করে সিলেট। দুজনেই পান ফিফটির দেখা।ইনগ্রাম বিদায় নেন ঠিক ব্যক্তিগত ৫০ রানেই। ৩৭ বলের মোকাবিলায় ৫ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে। এরপর নাসুমের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে দ্রুত বিদায় নেন আলাউদ্দিন বাবু (১)। এরপর বিজয়ের সঙ্গী হন রবি বোপারা। তাদের ধুন্ধুমার ব্যাটিংয়ে ২০ বলে ৪২ রানের জুটি দাঁড়িয়ে যায়। এমন সময় বিজয়কে নাসুম আহমেদের তালুবন্দি করেন মৃত্যুঞ্জয়। ১৮তম ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৪৭ বলে ৯ চার ৩ ছক্কায় ৭৮ রানের দারুণ ইনিংস খেলেন বিজয়। পরের বলে তার শিকার হন সিলেট অধিনায়ক মোসাদ্দেক (০)। পঞ্চম বলে রবি বোপারাকে (১৬) বোল্ড করে মৃত্যুঞ্জয় হ্যাটট্রিক পূরণ করেন। চলতি বিপিএলে এটি প্রথম হ্যাটট্রিক। সেখান থেকে সিলেট আর ঘুরে দাঁড়াতে পারেনি। বল হাতে চট্টগ্রামের মৃত্যুঞ্জয় ৩ উইকেট এবং নাসুম ২ উইকেট তুলে নিয়েছেন। বাকি উইকেট মিরাজের।