News71.com
 Sports
 01 Feb 22, 10:59 AM
 325           
 0
 01 Feb 22, 10:59 AM

যুব ক্রিকেট॥ আরিফুলের দারুণ শতকেও যুবাদের হার

যুব ক্রিকেট॥ আরিফুলের দারুণ শতকেও যুবাদের হার

স্পোর্টস ডেস্কঃ আরিফুল ইসলাম দারুণ একটি শতক করলেন ঠিকই, তবে এর বাইরে পুরো দল মিলে করল মাত্র ৭৫ রান। ফলে আগে ব্যাটিং করে মাত্র ১৭৫ রানে শেষ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। যেখানে পঞ্চমস্থান প্লে-অফ সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয়। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানি বোলারদের সামনে অসহায় ছিল টস জেতা বাংলাদেশ। আরিফুল ছাড়া আর কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আরিফুল ১১৯ বলে বরাবর ১০০ রানের দুর্দান্ত ইনিংসটি খেলেন। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ইফতিখার হোসেন ২৫ রান করেন। পাকিস্তান বোলার আওয়াই আলী ও মেহরান মুমতাজ ৩টি করে উইকেট নেন। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দিকের ব্যাটারদের কল্যানেই জয়ের ভীত পেয়ে যায় পাকিস্তান যুবারা। সর্বোচ্চ ১০৭ বলে ৭৯ রান করেন ওপেনার হাসিবুল্লাহ খান। আরেক ওপেনার মুহাম্মদ শেহজাদ ৩৬ রান করেন। বাংলাদেশ বোলার রাকিবুল ২টি উইকেট পান। অসাধারণ ইনিংসের সুবাদে ম্যাচ সেরা আরিফুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন