News71.com
 Sports
 14 Feb 16, 09:40 AM
 1235           
 0
 14 Feb 16, 09:40 AM

দেশবাসীকে শিরোপা উৎসর্গ উচ্ছসিত ক্যারিবীয়দের।।

দেশবাসীকে শিরোপা উৎসর্গ উচ্ছসিত ক্যারিবীয়দের।।

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশে অনুষ্টিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো মর্যাদার এই ট্রফি জিতে খুবই উচ্ছ্বসিত দলটি। আর নিজেদের ইতিহাসে প্রথম এই ট্রফি দেশবাসীকে উৎসর্গের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শিমরন হেটমায়ার।

এ প্রসঙ্গে ম্যাচপরবর্তী সাক্ষাতকারে হেটমায়ার বলেন, ‘এখন থেকে আগামী বিশ্বকাপ পর্যন্ত আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বড় পরিবর্তন দেখতে চাই। এটা প্রত্যেক ক্যারিবীয়নাদের জন্যে যারা ঘরে বসে আমাদের অর্জন দেখছে। তাদেরকে আমাদের অর্জন নিয়ে ভাবতে হবে। আশা করি এতে উন্নতি হবে। যদি উন্নতি হয় আশা করছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে সহায় হবে।’

দলের তরুন ক্রিকেটারদের প্রশংসা করে হেটমায়ার বলেন, ‘টুর্নামেন্ট শুরু আগে আমি চিন্তা করছিলাম সতীর্থদের নিয়ে কত উপরে যেতে পারব! বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর এ চিন্তা আরও বেড়ে যায়। এরপর দলের প্রত্যেকে নিজেদের সেরা খেলাটা খেলতে শুরু করে। এবং তরুণ ক্রিকেটাররা অনেক ভালো অবদান রাখতে শুরু করে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন