স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হিসেবে ডেভ রিচার্ডসনের মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল শনিবার এডিনবার্গে অনুষ্ঠিত আইসিসি’র বার্ষিক সভায় ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকান রিচার্ডসনের মেয়াদ বাড়ানো হয়।
তাছাড়াও টেস্টের দ্বিস্তর ও ওয়ানডে লিগ নিয়েও আলোচনা করা হয় এই সভায়। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্রিটিশ স্ট্যান্ডার্ডের হেলমেট পড়ার নিদের্শ দেন আইসিসির নীতিনির্ধারকরা।