News71.com
 Sports
 16 Feb 22, 11:18 PM
 271           
 0
 16 Feb 22, 11:18 PM

বিয়ে করছেন ম্যাক্সওয়েল।। যাবেন না পাকিস্তান সফরে

বিয়ে করছেন ম্যাক্সওয়েল।। যাবেন না পাকিস্তান সফরে

স্পোর্টস ডেস্কঃ ১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে বিয়ের কারণে এই সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।  দীর্ঘদিনের বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে আগামী ২৭ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন  এই তারকা।  বিয়ের পরিকল্পনা আগে থাকলেও ব্যস্ততার কারণে সময় বের করতে পারছিলেন না ম্যাক্সওয়েল। 

আইপিএল মৌসুমের শুরুতেই বিয়ের জন্য সময়টাকে বেছে নিলেন তারা। ভারতীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে বিয়ের সব কার্যক্রম। আর কার্ডও ছাপানো হয়েছে দক্ষিণী ভারতের রীতি অনুসারে। পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডের পর একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ৪ মার্চ সিরিজ শুরু হয়ে ৫ এপ্রিল টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সফর। ওই সফরের টেস্ট দল ঘোষণা করলেও এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দেয়নি অস্ট্রেলিয়া। তবে সেই দলে যে ম্যাক্সওয়েল থাকছেন না, এটা নিশ্চিত হয়ে গেছে এখনই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন