
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালকে সামনে রেখে বৃহস্পতিবার কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ফটোশুটের কথা ছিল ফরচুন বরিশালের সাকিব আল হাসানের। কিন্তু দলের হয়ে সেদিন উপস্থিত ছিলেন না সাকিব। বদলে ফটোশুট করেন নুরুল হাসান সোহান।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের না আসার কারণ নিয়ে শুরু হয় লুকোচুরি। একেক পক্ষ একেক ধরনের বক্তব্য দিতে থাকে। অবশেষে আসল তথ্য ঠিকই বেরিয়ে আসে, দলের ফটোশুট বাদ দিয়ে একটি বিজ্ঞাপনী শুটিংয়ে গিয়েছিলেন সাকিব! অথচ তার এই অনুপস্থিতি নিয়ে ফরচুন বরিশাল থেকে জানানো হয়, সাকিব নাকি পেটের পীড়ার কারণে আনুষ্ঠানিক ফটোসেশনে আসতে পারেননি। আর এতেই বিপিএলের সুরক্ষা বলয়-ই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ফল স্বরূপ বিসিবি তরফে সাকিবের দল ফরচুন বরিশালকে শোকজ করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, সাকিব জৈব সুরক্ষা বলয় ভেঙেছে।