News71.com
 Sports
 22 Feb 22, 11:09 AM
 291           
 0
 22 Feb 22, 11:09 AM

ক্রিকেট খেলা নিয়ে তর্ক।।যুবককে পিটিয়ে হত্যা

ক্রিকেট খেলা নিয়ে তর্ক।।যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের মুসলিমনগরে ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে রবিন (২০) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪ যুবককে আটক করা হয়েছে। আটকরা হলেন—বিল্লাল, মুন্না, শাওন ও অনিক। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে মৃত অবস্থায় রবিনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। নিহত যুবক মুসলিমনগর এলাকার ইমাম হোসেন ভান্ডারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাত কয়েকজন যুবকের সঙ্গে রবিনের তর্ক হয়। ওই যুবকরা রবিনকে পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এর পর স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, রবিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের ভিবিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রবিনের চাচা মনির হোসেন জানান, কী নিয়ে কার সঙ্গে বিরোধ হয়েছে, তা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসে রবিনের মৃতদেহ দেখেছি। রবিন তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার ছোট দুই বোন রয়েছে। রবিন ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিকনগরীতে তার মামা শাহিনের খাবার হোটেলে কাজ করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন