News71.com
 Sports
 26 Feb 22, 07:23 PM
 284           
 0
 26 Feb 22, 07:23 PM

ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ খেলবে না পোল্যান্ড॥

ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ খেলবে না পোল্যান্ড॥

স্পোর্টস ডেস্ক: ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বাত্মক হামলার প্রেক্ষিতে বড় ধরনের সিদ্ধান্ত নিল পোল্যান্ড। বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা সত্ত্বেও দেশটি রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ম্যাচ না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ শনিবার পোল্যান্ডের জাতীয় ফুটবল ফেডারেশনের প্রধান এই ঘোষণা দিয়েছেন। এক টুইটে তিনি লিখেছেন, 'আর কোনো কথা নয়, সময় এসেছে ব্যবস্থা নেওয়ার! ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের কারণে, পোলিশ জাতীয় দল রাশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে না। এটাই সঠিক সিদ্ধান্ত। আমরা সুইডিশ এবং চেক রিপাবলিক ফেডারশনের সঙ্গে আলোচনার মাধ্যমে ফিফার কাছে একটি নির্দিষ্ট অবস্থান তুলে ধরব।'

আগামী ২৪ মার্চ মস্কোয় ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফে মুখোমুখি হওয়ার কথা ছিল পোল্যান্ডের। এই ম্যাচের জয়ী দল আবার মুখোমুখি হতো সুইডেন কিংবা চেক রিপাবলিকের। কিন্তু ইউক্রেনের রাশিয়ার হামলার ঘটনায় এত গুরুত্বপূর্ণ এক ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানালো পোলিশরা। এদিকে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোফস্কি তার দেশের ফুটবল ফেডারশনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। বায়ার্ন মিউনিখের এই তারকা টুইটে লিখেছেন, "এটাই সঠিক সিদ্ধান! ইউক্রেনে যখন রাশিয়া সামরিক আগ্রাসন চালাচ্ছে তখন রুশদের বিপক্ষে ম্যাচ খেলার কথা ভাবতেই পারছি না। এজন্য কিছুতেই রুশ ফুটবলার এবং সমর্থকরা দায়ী নন, কিন্তু আমরা 'কিছুই হয়নি' ভাব নিয়ে থাকতে পারি না।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন