News71.com
 Sports
 01 Mar 22, 08:18 PM
 292           
 0
 01 Mar 22, 08:18 PM

ক্রিকেট॥ শেষ ম্যাচের হারে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ তামিম

ক্রিকেট॥ শেষ ম্যাচের হারে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ তামিম

স্পোর্টস ডেস্কঃ সিরিজের শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও ১০ পয়েন্ট হারিয়ে এগিয়ে থাকা হলো না তাদের। তাই তো দলে এমন পারফরম্যান্সে অধিনায়কের কণ্ঠে ঝরলো হতাশা। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক বলেন, বিষয়টি খুবই হতাশাজনক। খেলার শুরুতে আমি বলেছিলাম এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আজকে। কারণ এখন ওই পরিস্থিতি নেই যে, একটি ম্যাচ না জিতলে কিছু হবে না। প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচেই পয়েন্ট আছে, প্রত্যেক ম্যাচেরই আলাদা মূল্য আছে। সেদিক থেকে আমি খুবই হতাশ, কারণ নিজেদের খেলাটা খেলতে পারিনি। যেটা আমরা দ্বিতীয় ম্যাচে খেলেছি। সিরিজ জিতলেও এ সিরিজে ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে মিরাজ-আফিফ ছাড়া রান পাননি কোনো ব্যাটার। দ্বিতীয় ম্যাচে লিটন মুশফিকের হাত ধরে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে আবারও ব্যর্থ ব্যাটসম্যানরা।

দলের এমন পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, আমার কাছে মনে হয় আমরা শুরুটা ভালোই করেছিলাম, ২১ ওভারে ১০০ করেছি ১ উইকেটে। মাঝে আমরা বেশকিছু উইকেট হারিয়ে ফেলেছি। প্রথম ২০ ওভারে উইকেট কিছুটা কঠিন ছিল, শেষের ২০ ওভার উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। এমনকি দ্বিতীয় ইনিংসেও উইকেট অনেক ভালো ছিল। আমরা চেয়েছিলাম এখান থেকে সর্বোচ্চ পয়েন্ট তুলে নিতে। কারণ কেউই ভবিষ্যতের কথা বলতে পারে না। আমাদের দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। পারবো কি পারবো না কোনো কিছুই গ্যারান্টি দেওয়া যায় না। যখন আপনার এ ধরণের সুযোগ থাকবে তখন সেটার সর্বোচ্চ সুবিধাটা তুলে নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন