স্পোর্টস ডেস্ক: আগেই জানা গিয়েছিলো শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরাকে ক্ষতিপূরণ দেবে আইসিসি। এবার জানা গেল অঙ্কটাও। তাকে ৫ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দিতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ডোপ টেস্টে পজিটিভ প্রমাণ করে পেরেরাকে সাময়িক নিষিদ্ধ করার পর চার বছরের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছিল আইসিসি। তবে পেরেরার আইনজীবীদের চ্যালেঞ্জের কারণে কাতারে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাবরেটরিতে আবারও পরীক্ষা করিয়ে ড্রাগ নেয়ার কোন প্রমাণ না থাকায় বাধ্য হয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আইসিসি। এছাড়া পেরেরাকে এমন হয়রানি করার জন্য তার প্রতি দুঃখপ্রকাশ করেছিল আইসিসি এবং আশ্বাস দিয়েছিল যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে তাকে।
স্কটল্যান্ডে আইসিসির বার্ষিক সভায় অনেক গুরুত্ব পায় পেরেরা ইস্যু। সেখানে আইসিসির প্রধান নির্বাহী দুঃখ প্রকাশ করে বলেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে পেরেরাকে যেতে হয়েছে সেটার জন্য আমরা অনুতপ্ত। কিন্তু যে সময়টুকু তাকে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে পার করতে হয়েছে সেটার যথাযোগ্য মূল্যায়ন করা হবে। তাছাড়া ভুলের কারণে পেরেরার প্রায় ৫ লক্ষ পাউন্ডের মতো ক্ষতি হয়েছে। আর সেটার পুরোটাই তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে গেল বছরের শেষের দিকে মাদক নেওয়ার অভিযোগ অঠে পেরেরার বিরুদ্ধে। আইসিসি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে মিলে মাদকের সত্যতা। কিন্তু পেরেরা নিজেকে নির্দোষ দাবি করে কাতারের পরীক্ষাগারে নমুনা পাঠান হয় পেরেরা। সেখান থেকেই মুক্তি মিলে পেরেরার।