News71.com
 Sports
 09 Mar 22, 07:32 PM
 325           
 0
 09 Mar 22, 07:32 PM

জয়ের জন্যই দক্ষিণ আফ্রিকা যাব॥ ক্রিকেটার তামিম

জয়ের জন্যই দক্ষিণ আফ্রিকা যাব॥ ক্রিকেটার তামিম

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকা। সফরে টাইগাররা ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে। এনিয়ে মিডিয়ার সামনে কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি জানালেন, এবার শুধু ভালো খেলতেই নয়, জিততে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। তামিম বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাব। সঙ্গে এটাও সত্যি যে, এটা কঠিন।

দক্ষিণ আফ্রিকায় আমাদের রেকর্ড ওতটা ভালো না। রেকর্ড জিনিসটাই এমন যে যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। ’ দেশসেরা ওপেনার আরো বলেন, ‘আমরা সবাই জানি এটা (দক্ষিণ আফ্রিকায় জেতা) চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তোবা আজ থেকে ১০ বছর আগে বলতাম। এবার আমি অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করার দরকার তা করব। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারো কঠিন পরিশ্রম করব। ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন