News71.com
 Sports
 18 Mar 22, 11:42 AM
 311           
 0
 18 Mar 22, 11:42 AM

দক্ষিন আফ্রিকা সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং॥ তামিম

দক্ষিন আফ্রিকা সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং॥ তামিম

স্পোর্টস ডেস্কঃদক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সাফল্যের হার প্রায় শূন্য। তবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বেশ শক্তিশালী। গত ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে জয়ও পেয়েছিল টাইগাররা। সেই জয় থেকেই অনুপ্রেরণা নিয়েই আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে সাফল্য পেতে চান টাইগার দলপতি তামিম ইকবাল। সেই সঙ্গে সিরিজটাকে চ্যালেঞ্জিং হিসেবেও স্বীকার করলেন তিনি। আজ ম্যাচপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, 'এখানে আমাদের ওয়ানডে ক্রিকেট খেলার খুব অভিজ্ঞতা নেই। তবে এতোটুকু বলতে পারি এখানে আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবে। এটা এমন একটি মাঠ…যদি পরিসংখ্যান দিয়ে বিবেচনা করি তাহলে বলবো এটা বেশ হাই স্কোরিং গ্রাউন্ড যেখানে অনেক রান হয়। মাঠের আকৃতি এবং আউটফিল্ড বড় কারণ। তবে পরিসংখ্যান যতই দেখি না কেন আমাদের মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে। '

প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে অবহিত করে তামিম বলেন, 'কোনো সন্দেহ নেই তারা আমাদের উপর চড়াও হয়ে উঠবে। ওই জিনিসটা আমাদের ভালো করে সামলে নিতে হবে। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে আমরা ওদের বিপক্ষে ভালো খেলেছি। তাই এখানেও ভালো না খেলার কোনো কারণ দেখি না। আমি যত কিছু বলি না কেন, আমরা কাল শুরুটা কিভাবে করছি সেটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে দেখা যাবে আমরা কিভাবে এগিয়ে যাই। এখানে আমরা আমাদের জিনিসটা নিয়ে মনোযোগী। দক্ষিণ আফ্রিকায় সব সময়ই আমাদের জন্য কঠিন সফর হয় আমাদের জন্য। এবার আমাদেরকে চেঞ্জ থিংস অ্যারাউন্ড। ওটা করার জন্য আমাদের সাহস নিয়ে খেলতে হবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এটা খুব গুরুত্বপূ্র্ণ। অনুপ্রেরণার কথা যেটা বললেন... আপনি যখন দেশের জার্সি পরে মাঠে নামেন তার থেকে বড় কিছু আর থাকে না। '

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন