News71.com
 Sports
 05 Jul 16, 11:35 AM
 708           
 0
 05 Jul 16, 11:35 AM

বিপিএলের থিম সং ‘লেটস শাউট ফর ফুটবল’

বিপিএলের থিম সং ‘লেটস শাউট ফর ফুটবল’

 

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪শে জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। আর এই আয়োজনকে সামনে রেখে একটি থিম সং নির্বাচিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 'লেটস শাউট ফর ফুটবল' শিরোনামের গানটিতে কোনও একক গায়ক নেই। সম্মিলিতভাবে গাওয়া গানটির প্রোমো তৈরি করছেন রম্য খান।

গতকাল সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গানটির প্রোমো তৈরিতে ব্যস্ত ছিলেন এই নির্মাতা। বিভিন্নভাবে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এর আগে বিএসএল-এর প্রোমো তৈরি করা রম্য খান।

মিউজিক ভিডিওটিতে থাকছে নাচ, ফ্যাশন শো ও বর্ণনামূলক উপস্থাপন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'গানের কথা পুরো‌পুরি ফুটবলকেন্দ্রিক। চেষ্টা করেছি বিএসএল-এর আগে বিপিএল যাতে মাঠে ও মাঠের বাইরে সমানভাবে দর্শকদের আকৃষ্ট করে। ফুটবল ভক্তরা বিপিএল-এর থিম সং এবং এর প্রোমো দেখার পর ফুটবলের প্রতি আরও আকৃষ্ট হবে আশা করছেন তিনি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন