News71.com
 Sports
 05 Apr 22, 06:46 PM
 409           
 0
 05 Apr 22, 06:46 PM

আইপিএল॥আভেশ-হোল্ডারের ঝলকে হায়দরাবাদকে হারালো লক্ষ্ণৌ

আইপিএল॥আভেশ-হোল্ডারের ঝলকে হায়দরাবাদকে হারালো লক্ষ্ণৌ

স্পোর্টস ডেস্কঃ লোকেশ রাহুল ও দীপক হুডার ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এরপর বল হাতে পেসার আভেশ খান ও অলরাউন্ডার জেসন হোল্ডারের ঝলকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে উঠলো নবাগত এই দলটি। চলতি আইপিএলের দ্বাদশ ম্যাচে সোমবার মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ১২ রানের জয় পেয়েছে লক্ষ্ণৌ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্য তাড়ায় নেমে হায়দরাবাদের শুরুটা হয় নড়বড়ে। দুই ওপেনার কেন উইলিয়ামসন (১৬) ও অভিষেক শর্মা (১৩) বিদায় নেন দলীয় ৩৮ রানের মধ্যেই। দুজনই ভারতীয় পেসার আভেশ খানের বলে আউট হয়েছেন।

এরপর রাহুল ত্রিপাঠী প্রথমে এইডেন মার্করাম (১২)-কে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। ভারতীয় স্পিনার ক্রুনাল পান্ডিয়ার বলে রবি বিষ্ণুইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩০ বলের মোকাবিলায় ৫ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন ত্রিপাঠী। দলীয় ৯৫ রানে ৪ উইকেট হারানো হায়দরাবাদ এরপর ঘুরে দাঁড়ায় নিকোলাস পুরান ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে। দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। কিন্তু ইনিংসের ১৮তম ওভারে দারুণ খেলতে থাকা পুরানকে বিদায় করে লক্ষ্ণৌকে ফের সঠিক পথে ফেরান আভেশ। একই ওভারের পরের বলেই আব্দুল সামাদের উইকেটও তুলে নেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন