News71.com
 Sports
 07 Apr 22, 05:33 PM
 279           
 0
 07 Apr 22, 05:33 PM

আইপিএলে॥কামিন্সের দ্রুততম ফিফটির রেকর্ড, দারুণ জয়ে শীর্ষে কলকাতা

আইপিএলে॥কামিন্সের দ্রুততম ফিফটির রেকর্ড, দারুণ জয়ে শীর্ষে কলকাতা

স্পোর্টস ডেস্কঃ মাত্র ১৫ বলেই ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিলেন 'ব্যাটার' প্যাট কামিন্স। পরিচয় মূলত বোলার হলেও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসালেন এই অজি পেসার। সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য এক জয় পাইয়ে দিলেন তিনি; যে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দলটি। ২০২২ আইপিএলের ১৪তম ম্যাচে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছিল মুম্বাই। জবাবে কামিন্স-ঝড়ে ৫ উইকেট ও ৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। এই নিয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো কলকাতা। এক ম্যাচ কম খেলা মুম্বাই এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। ফলে তাদের অবস্থান তলানিতে।

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পায়নি কলকাতা। ওপেনার আজিঙ্কা রাহানে ফিরেছেন ৭ রান করেই। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও (১০) বেশিদূর যেতে পারেননি। দলীয় ৩৫ রানেই ২ উইকেট হারানো কেকেআর এরপর আরেক ওপেনার ভেঙ্গটেশ আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায়। শুরুতে স্যাম বিলিংসকে (১৭) নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। এরপর নিতিশ রানা (৮) ফেরেন দ্রুত। এমনকি দলকে ১০৫ রানে রেখে ফিরে যান কলকাতার সবচেয়ে বড় ভরসা আন্দ্রে রাসেলও। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৫ বলে এক ছক্কা ও এক চারে ১১ রান করে বিদায় নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন