
স্পোর্টস ডেস্কঃ প্রথমার্ধ কাটলো উত্তাপহীন। দ্বিতীয়ার্ধও সেদিকেই এগোচ্ছিল। কিন্তু মাত্র ৭১তম মিনিট থেকে বদলে যেতে শুরু করল ম্যাচের চিত্র। মাত্র ২২ মিনিটের মধ্যেই ৬ গোলের ঝড়ে শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হলো বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। শেখ জামালের হয়ে তিন গোল করেছেন ভালিজনভ ওতাবেক, সুলাইমান সিল্লাহ ও সলোমন কিং। বসুন্ধরা কিংসের হয়ে জোড়া গোল করেছেনএলিটা কিংসলে; বাকি গোল স্তইয়ান ভ্রানিয়াসের।
নিজেদের শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বসুন্ধরা কিংস। এছাড়া বসুন্ধরা কিংস অ্যারেনায় টানা ছয় ম্যাচ জয়ের পর প্রথম ড্র করল কিংস।
শুরুর ৪৫ মিনিটে দুই দলই তেমন আক্রমণ করতে পারেনি। অগোছালো ফুটবল খেলে গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেউই। তবে দ্বিতীয়ার্ধে রোমাঞ্চ ছড়িয়েছে। একবার জামাল এগিয়ে যায় তো আবার কিংস ফিরে আসে। ২৩তম মিনিটে ভাল সুযোগ পেয়েছিল জামাল। খালেদ শাফির ভুল পাসে বল পেয়ে যান সলোমন কিং, নিজেদের অর্ধ থেকে বল বাড়িয়ে দিলে অফ সাইড ফাঁদ ভেঙে কিংসের রক্ষণে ঢুকে পড়েন ওতাবেক। কিংসের কোনও ডিফেন্ডার না থাকায় পোস্ট ছেড়ে বক্সের বাইরে এসে ওতাবেকের আক্রমণ নষ্ট করেন দেন আনিসুর রহমান জিকো।