News71.com
 Sports
 09 Apr 22, 12:03 PM
 302           
 0
 09 Apr 22, 12:03 PM

আইপিএল॥ গিলের ৯৬ ও তেয়াটিয়ার দুই ছক্কায় ভর করে গুজরাটের জয়

আইপিএল॥ গিলের ৯৬ ও তেয়াটিয়ার দুই ছক্কায় ভর করে গুজরাটের জয়

স্পোর্টস ডেস্কঃচার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেন শুভমন গিল, তবে তার ব্যাটে ও রাহুল তেওয়াটিয়া ইনিংসের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চকর জয় এনে দিলেন গুজরাট টাইটান্সকে। চলমান আইপিএলের ১৬তম বিগ স্কোরিং ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় দলটি। গুজরাটের শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল। আর শেষ দুই বলে দরকার ১২ রান। তবে হিসেব মিলিয়ে ফেলেন তেওয়াটিয়া। ওডেন স্মিথের বলে হাঁকিয়ে বসেন দুটি ছক্কা। শুক্রবার মুম্বাইয়ের ব্রাব্রোন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাঞ্জাব নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৯০ করে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাটের হয়ে হাল ধরেন গিল। এই ওপেনার ১৯তম ওভার অবধি ব্যাট করে যান। তবে ৫৯ বলে ৯৬ রানে আউট হলে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। তিনি একটি ছক্কা ও ১১টি চার হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন সাই সুধাস্রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৭ রান। আর তেওয়াটিয়া ৩ বলে ১৩ করা দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। পাঞ্জাব বোলার কাগিসো রাবাদা ২টি উইকেট পান। একটি উইকেট দখল করেন রাহুল চাহার। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৬৪ রান করেন লিয়াম লিভিংস্টোন। তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। এছাড়া ৩৫ রান করেন ওপেনার শিখর ধাওয়ান। গুজরাট বোলারদের মধ্যে রশিদ খান ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন। দুটি উইকেট পান দর্শন নলকান্দে। ম্যাচ সেরা হয়েছেন শুভমন গিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন