News71.com
 Sports
 10 Apr 22, 11:14 AM
 295           
 0
 10 Apr 22, 11:14 AM

আইপিএল॥ মুম্বাইয়ের টানা চতুর্থ হার

আইপিএল॥ মুম্বাইয়ের টানা চতুর্থ হার

স্পোর্টস ডেস্কঃএবারও জয়ের দেখা পেল না মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৮তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরোর বিপক্ষে ৭ উইকেটে হারে রোহিত শর্মার দল। এ নিয়ে আসরে টানা চার হারের দেখা পেল দলটি। পুনের মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার (৯ এপ্রিল) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে অনুজ রাওয়াত ও বিরাট কোহলির ব্যাটে ভর করে সহজেই জয় তুলে নেয় ব্যাঙ্গালুরো।

মুম্বাইয়ের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করেন বেঙ্গালুরোর অধিনায়ক ফাফ ডু প্লেসি। ১৬ রানে তার বিদায়ের পর দলকে জয়ের খুব কাছে নিয়ে যান রাওয়াত ও কোহলি জুটি। ৫২ বলে ৮০ রানের জুটি গড়েন তারা। শেষদিকে এসে রান আউট হন রাওয়াত। ৪৭ বলে ৬৬ রান করে বিদায় নেন তিনি। কোহলিও ব্রেভিসের শিকার হয়ে ৪৮ রানে সাজঘরে ফেরেন। রাওয়াত-কোহলি বেঙ্গালুরোর জয় প্রায় নিশ্চিত করে মাঠ ছাড়ার পর গ্লেন ম্যাক্সওয়েল তা সহজেই সমাপ্ত করেন। পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৮ রানে অপরাজিত থাকেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন