News71.com
 Sports
 11 Apr 22, 11:26 AM
 306           
 0
 11 Apr 22, 11:26 AM

ক্রিকেট॥ ৪১২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দ. আফ্রিকার

ক্রিকেট॥ ৪১২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্কঃ অনুমিতভাবেই বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতেই ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৪১২ রানের। বাংলাদেশকে এখন জয় পেতে ৪১৩ রান করতে হবে। তৃতীয় দিনের খেলা বাকি প্রায় ১৪ ওভার।  বাংলাদেশকে ২১৭ রানে গুঁটিয়ে দেওয়ার পর ২৩৬ রানে এগিয়ে থেকে ফের ব্যাটিংয়ে নামে এলগারবাহিনী। যদিও টাইগারদের ফলোঅন করানোর সুযোগ ছিল তাদের সামনে। ফের ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার এরউই ও ডিন এলগার মিলে তুলে ফেলেন ৬০। দ্রুতগতিতে রান তুলছিলেন তারা। এলগারকে বোল্ড করে এই জুটি ভাঙেন তাইজুল। প্রোটিয়া দলপতির ব্যাট থেকে আসে ২৯ বলে ২৬ রানের ইনিংস। এলগারের বিদায়ের পর হাল ধরেন এরউই ও কিগান পিটারসেন। কিন্তু তাদের জুটিতে বড় হতে দেননি তাইজুল। দ্বিতীয় সেশনের একদম শেষ বলে পিটারসেনকে (১৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার। যদিও রিভিও নিয়েছিলেন পিটারসেন, কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষেই যায়। এরপর ৬ রান যোগ হতেই বিদায় নেন এরউই (৪১)। খালেদ আহমেদের শিকার হওয়ার আগে এরউই ৬৬ বলে ৫ চারে ৪১ রানের ইনিংস খেলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন