
স্পোর্টস ডেস্কঃ আইপিএল অভিষেকেই নিজেদের প্রথম ৩ ম্যাচ জিতে তাক লাগিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স। তবে চতুর্থ ম্যাচে এসে হারের মুখ দেখলো তারা। হার্দিক-রশিদদের এই 'প্রথম' হারের স্বাদ দিল সানরাইজার্স হায়দরাবাদ। আসরের ২১তম ম্যাচে রোববার ৮ উইকেটে জিতেছে হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়ার ফিফটিতে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় গুজরাট। জবাবে কেন উইলিয়ামসনের দারুণ ফিফটি এবং অভিষেক শর্মা ও নিকোলাস পুরানের পরিস্থিতির দাবি মেটানো ব্যাটিংয়ে ভর করে ২ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু পায় হায়দরাবাদ। দুই ওপেনার উইলিয়ামসন ও অভিষেক মিলে তুলে ফেলেন ৬৪ রান। আফগান লেগ স্পিনার রশিদ খানের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৩২ বলে ৬ চারে ৪২ রান করেন অভিষেক। এরপর রাহুল ত্রিপাঠি ১১ বলে ১৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন। উইলিয়ামসন একপ্রান্ত আগলে রেখে হায়দরাবাদকে জয়ের পথে রাখেন। দলটির এই কিউই অধিনায়ক তুলে নেন দারুণ এক ফিফটিও। অবশ্য ফিফটির পর তার ইনিংস দীর্ঘায়িত হয়নি। দলকে ১২৯ রানে রেখে পান্ডিয়ার বলে বিদায় নেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২ চার ও ৪ ছক্কায় ৫৭ রানের ইনিংস। অধিনায়কের উইকেট হারালেও হায়দরাবাদকে জয়ের পথেই রাখেন নিকোলাস পুরান। শেষদিকে ব্যাট হাতে ছোটখাটো ঝড় তুলেছেন তিনি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করার সময় এই ক্যারিবীয় ব্যাটারের নামের পাশে যোগ হয় ১৮ বলে ৩৪ রান। ২টি করে চার ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া এইডেন মার্করাম ১২ রানে অপরাজিত থাকেন।