News71.com
 Sports
 13 Apr 22, 05:42 PM
 331           
 0
 13 Apr 22, 05:42 PM

শ্রীলংকার বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি॥

শ্রীলংকার বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি॥

 আন্তর্জাতিক ডেস্কঃ কঠিন সময় পার করছে শ্রীলংকা। অর্থনৈতিক সংকট ধীরে ধীরে রূপ নিয়েছে রাজনৈতিক সংকটে। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে পড়েছে দ্বীপ দেশটি। এমন দুঃসময়ে ক্রিকেট নিয়ে ভাবার অবকাশ কোথায়! তাই অনিশ্চয়তায় পড়ে গেছে শ্রীলংকা ক্রিকেট দলের বাংলাদেশ ট্যুর। আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলংকা ক্রিকেট দলের বাংলাদেশ আশার কথা। শ্রীলংকার বর্তমান পরিস্থিতিতে তারা আদৌ সে সিরিজ খেলতে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে আশাবাদী বিসিবি বলছে, শ্রীলংকা ক্রিকেট যথাসময়েই দল পাঠাবে। মঙ্গলবার (১২ এপ্রিল)  বিসিবি জানিয়েছে, টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও শ্রীলংকা জাতীয় দল বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে বলে আশাবাদী। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকা ক্রিকেট ইতিমধ্যে স্থগিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের শ্রীলংকা ট্যুর। তার পরেই মূলত সন্দেহ জাগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা আদৌ বাংলাদেশে আসবে তো? মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, জাতীয় দলের সূচি অনুযায়ী, আমরা তাদের (ক্রিকেট শ্রীলংকা) সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে তাদের সফর নিয়ে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট সময়েই দল পাঠাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন