
স্পোর্টস ডেস্ক:বেশ কিছুদিন থেকেই মাঠে ও মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে রক্ষা করে সেই সমালোচনার কফিনে আপাতত পেরেক ঠুকে দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। সেই হ্যাটট্রিক আবার তার ক্লাব ক্যারিয়ারের ৫০তম। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে নরইউচের বিপক্ষে ম্যানইউ জিতেছে ৩-২ গোলে। এই ম্যাচেই চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে দ্বিতীয় ও ক্লাব ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক করলেন রোনালদো। এর আগে প্রথম মেয়াদে রেড ডেভিলদের হয়ে করেছিলেন আরও একটি হ্যাটট্রিক। এছাড়া ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৪ বার এবং জুভেন্টাসের জার্সিতে তিনবার হ্যাটট্রিক করেছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা এখন ৬০। তার চেয়ে বেশি হ্যাটট্রিক নেই আরও কারও। ৫৪টি হ্যাটট্রিক নিয়ে তালিকায় দুইয়ে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ও পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তিনে থাকা বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিক সংখ্যা ২৯টি।