
স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগে করোনায় ভাইরাসে আক্রান্ত হন দিল্লি ক্যাপিটালসের মিচেল মার্শ। এরপর দলের সবাই অবশ্য কোয়ারেন্টিন পালন করে। কিন্তু এবার মোস্তাফিজুর রহমানের দলের আরও এক বিদেশি ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এদিন সকালে আরটি-পিসিআর টেস্টে এই ফল আসে। আইপিএলের ৩২তম ম্যাচে এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। কিন্তু করোনার কারণে এবার শঙ্কায় ম্যাচটি। এর আগে ম্যাচটি পুনেতে হওয়ার কথা থাকলেও মঙ্গলবার ম্যাচের ভেন্যু বদলে মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে নিয়ে আসে আইপিএল কর্তৃপক্ষ।
এদিকে দিল্লির সব ক্রিকেটারদের আবার করোনা ভাইরাস পরীক্ষা করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। এই ফলাফলের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে আজকের ম্যাচটি মাঠে গড়াবে কিনা। এর আগে গত কয়েকদিনে দিল্লির মোট পাঁচ জন সদস্যের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। নতুন করে আরও একজন আক্রান্ত হওয়ায় এখন দিল্লি শিবিরের সর্বমোট সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ছয় জন।