News71.com
 Sports
 21 Apr 22, 07:23 PM
 394           
 0
 21 Apr 22, 07:23 PM

ডিপিএলে সামিউর-রুবেলকে স্মরণ।।

ডিপিএলে সামিউর-রুবেলকে স্মরণ।।

স্পোর্টস ডেস্ক: একই দিনে পরপারে পাড়ি জমিয়েছেন দেশের ক্রিকেটের দুই সাবেক তারকা খেলোয়াড় সামিউর রহমান ও মোশাররফ রুবেল। তাদের প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজকের সব ম্যাচের আগে তাদের স্মরণ করা হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে আজ অনুষ্ঠিত হচ্ছে তিনটি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। সাভারে চলছে আরো দুটি ম্যাচ। তাদের স্মরণে ম্যাচগুলোর আগে নীরবতা পালন করা হয়েছে। গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। সামিউর গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমার হয়েছিল তার, ডিমেনশিয়ায়ও ভুগছিলেন।

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে। সেই ম্যাচে টাইগার পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সামিউর রহমান আজীবন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন। প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন