News71.com
 Sports
 23 Apr 22, 10:45 AM
 360           
 0
 23 Apr 22, 10:45 AM

বাটলারের তৃতীয় সেঞ্চুরি।। রান উৎসবের ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে রাজস্থান

বাটলারের তৃতীয় সেঞ্চুরি।। রান উৎসবের ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে রাজস্থান

স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএলে দারুণ খেলতে থাকা জস বাটলার তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করেই আসরের ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রাজস্থান। শতক করে রেকর্ডও গড়েন এই বাটলার। এক আসরে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে তিনটি সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ২০১৬ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তিনটি সেঞ্চুরি করেছিলেন কোহলি।

শুক্রবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে দিল্লি শেষ অবধি লড়ে ৮ উইকেট হারিয়ে ২০৭ রানে থামে।
২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লির কেউই বড় স্কোর গড়তে পারেনি। তবে প্রায় সবাই দলকে জেতানোর চেষ্টা করেন। সর্বোচ্চ ২৪ বলে ৪৪ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। ওপেনার পৃথ্বী শ ও ললিত যাদবের ব্যাট থেকে ৩৭ রান করে আসে। তবে শেষ ওভারে ওবেদ ম্যাকয়ের বলে রোমাঞ্চ ছড়ান রোভম্যান পাওয়েল। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির ৩৬ রান দরকার হলে প্রথম তিন বলেই ৩টি ছক্কা হাঁকান এই উইন্ডিজ ব্যাটার। কিন্তু আর পেরে ওঠেননি। শেষ বলে আউট হন তিনি। ১৫ বলে ৫টি ছক্কায় ৩৬ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন