
স্পোর্টস ডেস্কঃ গুজরাট টাইটান্সের ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়ে ৪ উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। পর ব্যাট হাতেও তোলেন ঝড়। কিন্তু তার এমন দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য শেষ পর্যন্ত বৃথা গেল। কারণ ফের একাবার হারের মুখ দেখলো কলকাতা নাইট রাইডার্স। ২০২২ আইপিএলের ৩৫তম ম্যাচে আজ রোববার ৮ রানের জয় পেয়েছে গুজরাট। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে হার্দিক পান্ডিয়ার দল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে থামে কলকাতার ইনিংস।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে কলকাতা। একসময় ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রেয়াস আইয়ারের দল। প্রথম চার ব্যাটারের মধ্যে একমাত্র অধিনায়ক শ্রেয়াস দুই অংকের দেখা পান। এরপর প্রথম ভেংকটেশ আইয়ারকে নিয়ে উইকেটের পতন ঠেকান রিংকু সিং। এই মিডল অর্ডার খেলেন ২৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস। রিংকু বিদায় নেওয়ার পর হাল ধরেন রাসেল। একপ্রান্তে রীতিমত ঝড় তোলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। অন্যপ্রান্তে থাকা ভেংকটেশ ১৭ বলে ঠিক ১৭ রান করে যখন বিদায় নেন, কলকাতা তখনও লক্ষ্য ১০০ থেকে ৪ রান দূরে। এরপর শিভম দুবেও (২) দ্রুত একই পথ ধরলে প্রমাদ গুনতে থাকে কলকাতা। ক্রিজে তখনও ভরসা হয়ে ছিলে রাসেল।
শেষ দুই ওভারে কলকাতার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ রানের। রাসেলের এক ছক্কাশ ১৯তম ওভারে আসে ১১ রান। শেষ ওভারে তাই ১৮ রান করতে হতো কলকাতার। ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে লক্ষ্যটাকে আরও কমিয়ে আনেন রাসেল। কিন্তু দ্বিতীয় বলেই স্বদেশী পেসার আলজারি জোসেপের বলে তুলে মারতে গিয়ে ফাইন লেগে থাকা লোকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৮ রান; ছক্কা ৬টি, চার মাত্র ১টি। তার বিদায়ের পর শেষ ৪ বলে ৩ রান তুলতে পারেন উমেশ যাদব (১৫*) ও টিম সাউদি (১*)।ই