News71.com
 Sports
 29 Apr 22, 10:30 AM
 294           
 0
 29 Apr 22, 10:30 AM

মোস্তাফিজের আগুনে বোলিং।।কলকাতাকে হারালো দিল্লি

মোস্তাফিজের আগুনে বোলিং।।কলকাতাকে হারালো দিল্লি

স্পোর্টস ডেস্কঃ ফর্মে ফেরার ইঙ্গিতটা আগের দুই ম্যাচেই দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। উইকেটের দেখা পেলেও ছিলেন বেশ খরুচে। কিন্তু এবার পুরোপুরি স্বরূপে দেখা দিলেন বাংলাদেশের 'কাটার মাস্টার'। বল হাতে রীতিমত আগুন ঝরালেন তিনি। আর ফিজের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।

২০২২ আইপিএলের ৪১তম ম্যাচে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি। শুরুতে ব্যাট করতে নেমে মোস্তাফিজ ও কুলদিপ যাদবের বোলিং তোপের মুখে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে কলকাতা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি। লক্ষ্য তাড়ায় নেমে দিল্লির শুরুটা অবশ্য ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই দলটির ওপেনার পৃথ্বী শ ড্রেসিংরুমে ফেরেন। কলকাতার পেসার উমেশ যাদবের প্রথম বলেই কট অ্যান্ড বোল্ড হন শ। এরপর দলকে ১৭ রানে রেখে বিদায় নেন তিনে নামা অজি অলরাউন্ডার মিচেল মার্শও (১৩)। তবে দিল্লি ঘুরে দাঁড়ায় ডেভিড ওয়ার্নার ও ললিত যাদবের ব্যাটে। দুজনের জুটিতে আসে ৬৫ রান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন