News71.com
 Sports
 11 May 22, 09:23 PM
 182           
 0
 11 May 22, 09:23 PM

২০২৪ ইউরোর ফাইনাল বার্লিনে।।

২০২৪ ইউরোর ফাইনাল বার্লিনে।।

স্পোর্টস ডেস্কঃ উয়েফা ইউরো ২০২৪ আসরের আয়োজক জার্মানি। শেষবার ইউরো কয়েকটি দেশে আয়োজিত হলেও এবার পুরো আসরই হবে জার্মানিতে। মিউনিখের ফুটবল অ্যারেনায় পর্দা উঠবে এবারের আসরের; পর্দা নামবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। জার্মানির মোট ১০টি শহরে আয়োজিত হবে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপ। উয়েফার সূচি অনুযায়ী ১৪ জুন থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে এবারের ইউরো। ইউরোর বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। স্বাগতিক হিসেবে উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপ থেকে মাঠে নামবে জার্মানি। এর আগে ২০০৬ সালে ফিফা বিশ্বকাপ জার্মানীতে অনুষ্ঠিত হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন