News71.com
 Sports
 22 May 22, 11:44 AM
 1056           
 0
 22 May 22, 11:44 AM

দিল্লিকে হারিয়ে কোহলিদের প্লে অফে তুলে দিল মুম্বাই।।

দিল্লিকে হারিয়ে কোহলিদের প্লে অফে তুলে দিল মুম্বাই।।

স্পোর্টস ডেস্কঃ দিল্লি ক্যাপিটালসের জন্য সমীকরণটা ছিল সহজ। জিতলেই প্লে অফে চলে যেত তারা। কিন্তু তাদের সহজ কাজটাই কঠিন করে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লিকে হারিয়ে দিয়ে তারা প্লে অফে তুলে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। শনিবার (২১ মে) ৫ উইকেটের জয় পেয়েছে মুম্বাই। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে দিল্লি। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই। 

আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দিল্লির। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৩ বলে ২৪ রান আসে আরেক ওপেনার পৃথ্বী শয়ের ব্যাট থেকে।  এই দুজনের বিদায়ের পর কোনো রান না করেই বুমরাহের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন মিচেল মার্শ। দিল্লির ইনিংসটাকে মূলত এগিয়ে নেন অধিনায়ক ঋষভ পান্ত ও রভম্যান পাওয়েল। ৪ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৯ রান করেন পান্ত। ৩৪ বলে ৪৩ রান আসে পাওয়েলের ব্যাট থেকে। মুম্বাইয়ের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রিত বুমরাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন