News71.com
 Sports
 22 May 22, 12:40 PM
 715           
 0
 22 May 22, 12:40 PM

এমবাপ্পেকে নিয়ে পিএসজির বিরুদ্ধে লা লিগার নালিশ!

এমবাপ্পেকে নিয়ে পিএসজির বিরুদ্ধে লা লিগার নালিশ!

স্পোর্টস ডেস্কঃ গ্রীষ্মের দলবদল শুরুর অনেক আগে থেকেই কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার আশায় ছিল রিয়াল মাদ্রিদ। মেসি-রোনালদোর বিদায়ের পর 'মহাতারকা শূন্য' হয়ে পড়া লা লিগাও নিজেদের সুদিন ফেরানোর প্রতীক্ষায় ছিল। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি।  বিপুল পরিমাণ অর্থ খরচ করে আরও তিন বছরের জন্য এমবাপ্পেকে প্যারিসেই রেখে দিচ্ছে পিএসজি। কিন্তু বিষয়টা হজম করতে পারছে না লা লিগা। মুখের গ্রাস কেড়ে নেওয়ায় ক্ষোভে ফুঁসছে তারা। সেই ক্ষোভ এতটাই যে, পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে সরাসির নালিশ করতে যাচ্ছে স্পেনের শীর্ষ লিগের নিয়ন্ত্রক সংস্থা। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' এমনটাই জানিয়েছে।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করায় বোনাস হিসেবে ৩০ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। এর সঙ্গে তিন বছরের পারিশ্রমিকসহ অঙ্কটা দাঁড়ায় মোট ৭৫ কোটি ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৯৩০ কোটি টাকা)। কোনো একজন খেলেয়াড়কে ধরে রাখতে এই পরিমাণ বেতন–বোনাসের প্রস্তাব ফুটবলের ইতিহাসে আর নেই।  এমবাপ্পেকে ধরে রাখতে পিএসজির এই এলাহি কারবার কিছুইতেই মেনে নিতে পারছেন না লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। এক টুইটে তিনি লিখেছেন, 'এক মৌসুমে ৭০ কোটি ইউরো লোকসান দেওয়ার পর এমবাপ্পের চুক্তি নবায়নে পিএসজি যে বিশাল অঙ্কের অর্থ খরচ করতে যাচ্ছে, তা ৬০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। এটা ফুটবলের জন্য অপমান। আল-খেলাইফি (পিএসজির প্রেসিডেন্ট) সুপার লিগের মতোই বিপজ্জনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন