News71.com
 Sports
 23 May 22, 08:24 PM
 1528           
 0
 23 May 22, 08:24 PM

মুশফিকের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।।

মুশফিকের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।।

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ফর্ম খরায় ভূগতে থাকা মিস্টার ডিপেন্ডেবল জ্বলে উঠলেন শ্রীলঙ্কার বিপক্ষে। আরও একবার নিজের যোগ্যতার জানান দিচ্ছেন তিনি। প্রথম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রান সংগ্রহ করার মাইলফলকে পৌঁছানোর পাশাপাশি হাঁকিয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টেও হাঁসছে তার ব্যাট। ঠান্ডা মাথায় ব্যাট করে লিটনের শতক হাঁকানোয় রাখেন বড় অবদান। থিতু হয়ে নিজেও তুলে নিলেন সেঞ্চুরি। এই যাত্রায় মুশফিকের খেলতে হয়েছে ২১৮ বল, হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৭৫.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে সোমবার (২৩ মে) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।  

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। চট্টগ্রাম টেস্ট চলার সময় চোটের কারণে ছিটকে যান শরিফুল ইসলাম। এছাড়া একই টেস্টের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই দুইজনের বদলে খেলবেন পেসার ইবাদত হোসেন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচ শুরু হতে না হতেই কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারের দ্বিতীয় বলে পেছনে গিয়ে খেলতে চান জয়, কিন্তু পা আটকে থাকে ক্রিজেই। তার ব্যাট ও প্যাডের মাঝে দিয়ে বল যায় স্টাম্পে। পরের ওভারেই উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার তামিম ইকবাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন