নিউজ ডেস্ক :পাকিস্তান ক্রিকেটের দ্বন্দ্বের আরেকটি বহিঃপ্রকাশ ঘটলো রোববার খেলার মাঠেই ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদের ধাক্কাধাক্কির মাধ্যমে। তাদের এহেন আচরণের ভিডিওটি এখন ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। পাকিস্তান সুপার লিগে রোববারের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ১৩০ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় পেশোয়ার।
তবে ঘটনাটি ইনিংসের পঞ্চম ওভারে। বল করছিলেন পেশোয়ারের পেসার ওয়াহাব রিয়াজ। ব্যাট ছিল গ্লাডিয়েটর্সের আহমেদ শেহজাদ। প্রথম বলেই ছক্কা হাঁকান শেহজাদ। ছক্কার মার খেয়ে স্বভাবতই ক্ষিপ্ত হয়ে উঠেন ওয়াহাব। পরের বলেই শেহজাদকে বোল্ড করে উল্লাসে মত্ত হয়ে উঠেন ওয়াহাব রিয়াজ।
আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় শেহজাদ ব্যাট উচিয়ে কিছু একটা ইঙ্গিত করে বললেন। ব্যস, মুখোমুখি দুজনই, শেহজাদকে ধাক্কা মেরে বসলেন ওয়াহাব রিয়াজ, ওয়াহাবও ছাড় দেওয়া পাত্র নন। ঘটনা সামাল দিতে দ্রুতই হাজির হন তখন পেশোয়ারের ফিল্ডাররা। রাগে গজগজ করতে মাঠ ছাড়েন শেহজাদ। আরো ক্ষিপ্ত হয়ে উঠেন ওয়াহাবও। সেই আগুনে চতুর্থ বলেই বোল্ড করেন সাঙ্গাকারাকে। তবে ঘটনা যাই হোক, বাজে আচরণের কারণে দুজনকেই যে জরিমানা গুনতে হবে, তা নিয়ে মোটেও সন্দেহ নেই।