News71.com
 Sports
 26 May 22, 07:25 PM
 860           
 0
 26 May 22, 07:25 PM

দুর্দান্ত বোলিংয়ে সাকিবের পাঁচ উইকেট।।

দুর্দান্ত বোলিংয়ে সাকিবের পাঁচ উইকেট।।

স্পোর্টস ডেস্ক: শুরুটা করেছিলেন ম্যাচের দ্বিতীয় দিনে, কুশল মেন্ডিসকে ফিরিয়ে পেয়েছিলেন প্রথম উইকেট। ম্যাচের চতুর্থ দিনে এসে প্রাভিন জয়াবিক্রমাকে আউট করে পূর্ণ করলেন নিজের ফাইফার। ঢাকা টেস্টে সাকিব পেলেন নিজের ১৯তম পাঁচ উইকেট। সর্বশেষ ২০১৮ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব পাঁচ উইকেট পাবেন এমন আশা করেছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার ইচ্ছে পূরণ হলো। তিন উইকেট নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলেন সাকিব। এর মধ্যে করুণারত্নেকে আউট করা দুর্দান্ত ডেলেভারিটিও ছিল। ম্যাচের চতুর্থ দিনের প্রথম দুই সেশনে একটি উইকেটও ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। ১৫৭তম ওভারে এসে দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে প্রথম স্বস্তি এনে দেন এবাদত হোসেন। এরপর নিরোশান ডিকভেলা ও প্রাভিন জয়াবিক্রমাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করলেন তিনি। সাকিবের পাঁচ উইকেটের কল্যাণে ৫০৯ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন