News71.com
 Sports
 07 Jun 22, 11:31 AM
 1171           
 0
 07 Jun 22, 11:31 AM

ফ্রান্সকে রুখে দিল ক্রোয়েশিয়া।

ফ্রান্সকে রুখে দিল ক্রোয়েশিয়া।

স্পোর্টস ডেস্কঃ উয়েফা ন্যাশন্স লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে হেরে বসেছিল ফ্রান্স। এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল ক্রোয়েশিয়া। লিগ 'এ'-এর গ্রুপ ওয়ানের ম্যাচে আজ ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স।  ২ ম্যাচ শেষে ১ হার ও ১ ড্রয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান দিদিয়ের দেশমের দল। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে আছে ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরেছিল ফ্রান্স। আর ক্রোয়েশিয়া হেরেছিল অস্ট্রিয়ার কাছে।

নিজেদের স্কোয়াডের গভীরতা দেখাতে ডেনমার্কের বিপক্ষে যে একাদশ খেলেছিল তার চেয়ে প্রায় আলাদা একাদশ নামায় ফ্রান্স। হুগো লরিস, আতোঁয়া গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড়দের রাখা হয় বেঞ্চে। এমনকি একাদশে রাখা হয়নি করিম বেনজেমাকেও। মাঠের খেলায়ও এর প্রভাব পড়ে। প্রথমার্ধে প্রায় বলার মতো কোনো আক্রমণ করতে পারেননি বেন ইয়েদের-এনকুককুরা।  প্রথমার্ধে ফ্রান্স বা ক্রোয়েশিয়া কোনো দলই বলার মতো আক্রমণ শানাতে পারেনি। বিশেষ করে ফ্রান্স তুলনামূলকভাবে বলের দখলে অনেকটা এগিয়ে থাকলেও জালের খোঁজ পায়নি। বরং ক্রোয়েশিয়ার স্ট্রাইকার বুদিমির কয়েকবার ফরাসি রক্ষণকে পরীক্ষায় ফেলেন। কিন্তু ক্রোয়াটরা সফল হয়নি। বরং বিরতির আগে ফ্রান্স বরং কিছুটা চাপ সৃষ্টি করে। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ বাধা হয়ে দাঁড়ান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন