News71.com
 Sports
 07 Jul 16, 03:09 PM
 714           
 0
 07 Jul 16, 03:09 PM

ইউরোকাপ ফুটবল : রোনালদো যাদুতে ২-০গোলে ফাইনালে পর্তুগাল।।

ইউরোকাপ ফুটবল : রোনালদো যাদুতে ২-০গোলে ফাইনালে পর্তুগাল।।


স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল দু'জন রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু গত রাতে ইউরোপিয়ান । চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে দু'জনই ছিলেন এক অন্যের প্রতিপক্ষ। আর সেখানে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। অন্যদিকে, প্রথমবার খেলতে এসেই রূপকথা রচনা করতে চাওয়া গ্যারেথ বেলদের ফিরে যেতে হল শেষ চার থেকে।

গত বুধবার রাতে ফাইনালে উঠার পথে দুটি গোলের একটি নিজে করেছেন অধিনায়ক রোনালদো। পরের গোলটিও বানিয়ে দিয়েছিলেন রিয়াল তারকা।

এদিন, গোলশূন্য প্রথমাধ্যের পর দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুইবার ওয়েলসের জালে বল পাঠিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের মুঠোয় পুরে ফেলে পর্তুগাল। ম্যাচের ৫০তম মিনিটে কর্নার থেকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। এর দু'মিনিট পরেই রোনালদোর কাছ থেকে পাওয়া বলে শুয়ে পা লাগিয়ে বল জালে পাঠান নানি। ম্যাচের বাকি সময়ে বেলরা পর্তুগালের রক্ষণ ভাঙতে ব্যর্থ হলে ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা। শিরোপা লড়াইয়ে পর্তুগাল খেলবে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সেমি-ফাইনালের জয়ী দলের বিপক্ষে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন