News71.com
 Sports
 07 Jun 22, 07:55 PM
 1213           
 0
 07 Jun 22, 07:55 PM

আমার টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।।তামিম

আমার টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।।তামিম

নিউজ ডেস্কঃ গত ২৭ জানুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতিতে যান তামিম ইকবাল। এরপর থেকেই এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে চারদিকে।  সম্প্রতি টি-টোয়েন্টি নিয়ে নিজের কথা বলতে পারছেন না, এমন আফসোস করেন তামিম। এরপর এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেন, মিথ্যা বলেছেন ওয়ানডে ওপেনার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম।

 তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে একটি কথার সূত্র ধরে অনেকে বিভ্রান্ত হচ্ছেন বা মিডিয়ায় কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দেখতে পাচ্ছি। দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড কমিউনিকেট করেনি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, এরকম কোনো কথা আমি একবারও বলিনি। বোর্ড থেকে কয়েকবারই আমার সঙ্গে আলোচনা করেছে টি-টোয়েন্টি নিয়ে। আমি ৬ মাসের বিরতি নিয়েছি বোর্ডের সঙ্গে আলোচনা করে। এরপরও বোর্ডের সঙ্গে কথা হয়েছে কয়েক দফায়। এটা নিয়ে কোনো প্রশ্ন আমি কখনোই তুলিনি। .

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন