News71.com
 Sports
 13 Jun 22, 05:47 PM
 927           
 0
 13 Jun 22, 05:47 PM

আমাদের হারানোর কিছু নেই ।। বাংলাদেশ ফুটবল কোচ কাবরেরা

আমাদের হারানোর কিছু নেই ।। বাংলাদেশ ফুটবল কোচ কাবরেরা

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় চলমান এএফসি বাছাই পর্বের ম্যাচে প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে নির্ভার বাংলাদেশ ফুটবল দল, কারণ ম্যাচে প্রত্যাশার চাপ রয়েছে স্বাগতীক মালয়েশিয়ার উপর। দুই ম্যাচ হেরে বাংলাদেশের মূল পর্বে খেরার সম্ভাবনা নেই বললেই চলে। এই ম্যাচে জয় পেলেও নানান হিসেব নিকেশ থাকবে বাংলাদেশের সামনে। অন্যদিকে মালয়েশিয়ার সামনে রয়েছে মূল পর্বে খেলার সুযোগ তবে জয় ছাড়া কোনও বিকল্প নেই তাদের সামনে। ফলে চাপ থাকবেন তারা। আর বাংলাদেশ খেলবে নির্ভার ফুটবল আজ (১৩ জুন) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপের দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়া হেরেছে এক ম্যাচে। এই ম্যাচে জয় পেলে টিকে থাকবে মূল পর্বে খেলার সম্ভাবনা।  ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মালয়েশিয়া। তার উপর নিজের ঘরের মাঠে খেলা। সমর্থকদের প্রত্যাশার চাপ। সব মিলিয়ে প্রত্যাশার চাপে ডুবতে পারে মালয়েশিয়া। আর এই সুযোগ কাজে লাগাতে চান কাবরেরা। তিনি বলেন, 'আমাদের ওপর কোনো চাপ নেই। সব চাপ মালয়েশিয়ার ওপর। তারা তাদের ঘরের মাঠে খেলবে, র‍্যাঙ্কিংয়েও এগিয়ে, এশিয়ান কাপে খেলার সুযোগ তাদের সামনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন