News71.com
 Sports
 16 Jun 22, 11:13 AM
 1610           
 0
 16 Jun 22, 11:13 AM

সবাইকে ভুল প্রমাণের এটাই সুযোগ ।। সাকিব

সবাইকে ভুল প্রমাণের এটাই সুযোগ ।। সাকিব

নিউজ ডেস্কঃ টেস্ট ক্রিকেটে কখনোই খুব একটা ভালো দল না বাংলাদেশ। এই ফরম্যাটে এখন অবধি জয় এসেছে কেবল ১৮ ম্যাচে। যার ৪টিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই দলটির বিপক্ষেই তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। 

১৬ জুন অ্যান্টিগায় শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কয়েকদিন আগেই মুমিনুল হক দায়িত্ব ছাড়ার পর টেস্টের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে। তৃতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এটাই সেরা সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। সাকিব বলেছেন, ‘প্রস্তুতির দিক থেকে আমি ভালো অবস্থায় আছি। ফর্ম নিয়েও খুব একটা চিন্তিত না, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুইটা ম্যাচ ভালো গেছে। আমি নিজের ফর্ম নিয়ে তাই খুব বেশি চিন্তিত না। এখানে দলের পারফরম্যান্সটাই বেশি জরুরি, যেটা আমরা করতে চাচ্ছি।’ ‘টেস্টে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি না। এটা একটা সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার, আমরা এই টেস্ট ম্যাচটাতে খুব ভালো করে এখান থেকে শুরু করতে পারি পুরো সিরিজের জন্য।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন