News71.com
 Sports
 04 Jul 22, 01:08 PM
 1185           
 0
 04 Jul 22, 01:08 PM

ব্যাট-বলের ব্যর্থতায় বড় হার বাংলাদেশের।।

ব্যাট-বলের ব্যর্থতায় বড় হার বাংলাদেশের।।

নিউজ ডেস্কঃ ব্যাটাররা কোন উদ্দেশ্যে খেললেন, বোঝা গেল না স্পষ্ট। কেউ উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, কারো ব্যাটে আবার দেখা গেল না জয়ের চেষ্টা। বোলাররাও নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেননি, ওয়েস্ট ইন্ডিজ গড়ে ফেলেছিল বড় সংগ্রহ। দুই বিভাগের এমন পারফরম্যান্সের নিয়তিটাও সবার জানা- হার। ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। 

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওবেদ ম্যাকাইয়ের টানা দুই বলে সাজঘরে ফেরত যান দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। মিডল স্টাম্পে পড়া গুড লেন্থের বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান লিটন। ৪ বলে তার ব্যাট থেকে আসে ৫ রান। লিটনের আউটের ঠিক পরের বলেই আউট হন এনামুল হক বিজয়ও। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে যান তিনি। ব্যাটে লেগে সেটি চলে আসে স্টাম্পে। ৪ বলে ৩ রান করেন বিজয়। এর কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন