নিউজ ডেস্কঃ তৃতীয়বারের মতো বিয়ের আসরে বসতে চলেছেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলে। তার থেকে ২৫ বছরের ছোট মার্সিয়া সিবেলে আওকিকে স্থানীয় সময় শনিবার রাতে(আজ) বিয়ে করার কথা রয়েছে তার। এ জন্য সাও পাওলোতেই ছোট করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ছয় বছর ধরে জাপানি শিল্পদ্যোগী মার্সিয়া সিবেলে আওকির সঙ্গে প্রেম চলছিল পেলের। আশির দশকে মার্সিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎ। তবে ব্রাজিলীয় কিংবদন্তি প্রেমে পড়েছিলেন ২০১০-এ। ২০১২ সালে মোনাকোয় এক অনুষ্ঠানে ৫০ বছরের মার্সিয়াকে বান্ধবী বলে প্রকাশ্যে স্বীকার করে নেন তিনি। বিয়েটা দু’বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে পিছিয়ে যায় বিয়ের তারিখ। অবশেষে দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন পেলে ও মার্সিয়া।
প্রথম স্ত্রী রোসিমেরির ও তার তিন সন্তান রয়েছে। তার প্রথম বিয়ে টিকেছিল ১২ বছর। তারপর গায়িকা অ্যাসিরিয়া ন্যাসিমেন্টোকে বিয়ে করেন তিনি। ১৪ বছর পর দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। অতীত পিছনে ফেলে মার্সিয়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ৭৫ বছরের ‘প্রেমিক’ পেলে।