News71.com
 Sports
 10 Jul 16, 06:41 AM
 714           
 0
 10 Jul 16, 06:41 AM

উইম্বলডন জিতে অনন্য উচ্চতায় সেরেনা

উইম্বলডন জিতে অনন্য উচ্চতায় সেরেনা

স্পোর্টস ডেস্ক: আরেকটি উইম্বলডন শিরোপা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়াম। তার এই জয়ের মধ্য দিয়ে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে জার্মান তারকা স্টেফি গ্রাফের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

আজ শনিবার জমজমাট লড়াইয়ে আরেক জার্মান তারকা এঞ্জেলিক কের্বারকে ৭-৫ ও ৬-৩ সেটে হারিয়ে নিজের ৭ম উইম্বলডন শিরোপা নিশ্চিত করেন সেরেনা। গত তিনটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ৩৪ বছর বয়সী মার্কিন তারকার। এই কের্বারের কাছেই হেরেছিলেন একবার। কিন্তু এবার আর পাত্তা দেননি। জিতেই শেষ করেছেন উইম্বলডন মিশন।

জেতার পর দুই হাতেই ভিক্টরি চিহ্ন দেখান তিনি। কিন্তু এটা ভিক্টরি চিহ্ন নয় বরং দুই হাতে ২২টি গ্র্যান্ড স্ল্যাম বোঝান তিনি। আবার, এদিকে তাকে জয়ের পর অভিনন্দন জানিয়েছে কের্বার। তিনি বলেন, ‘প্রথমেই আমি সেরেনাকে অভিনন্দন জানাতে চাই। এটা আপনারই প্রাপ্য। আপনি চ্যাম্পিয়ন। আপনার বিপক্ষে খেলাটা আমার জন্য সম্মানের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন