
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে অপ্রাপ্তির বেদনা নেই বেন স্টোকসের। ২০১৯ সালে তার হাত ধরে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার তিনি মনোযোগটা দিতে চান টেস্ট ও টি-টোয়েন্টিতে। তাই অবসরের ঘোষণা ৫০ ওভারের ম্যাচ থেকে। কিন্তু ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না এ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল হেরেছে ৬২ রানের ব্যবধানে।
চেস্টার লি স্ট্রিটে মঙ্গলবার (১৯ জুলাই) ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভার মোকাবিলায় ইংল্যান্ডের ইনিংস থামে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রানে। ৫০ ওভারের ক্যারিয়ারের শেষ ইনিংসটা ব্যক্তিগত পারফরম্যান্সেও রাঙাতে পারেননি স্টোকস। বল হাতে ৫ ওভার বল করে ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে ১১ বল মোকাবিলায় করেছেন মাত্র ৫ রান। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৩৩ রান। রাসি ভ্যান ডার ডুসেন সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেন। ১১০ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ১০ চারের মারে। এ ছাড়া এইডেন মারক্রাম ৭৭ রান এবং জানেমান মালান ৫৭ রানের ইনিংস খেলেন। ইংলিশদের হয়ে লিয়াম লিভিংস্টোন ২টি এবং স্যাম কুরান, মঈন আলি ও ব্রাইডন কার্স একটি করে উইকেট শিকার করেন।