News71.com
 Sports
 20 Jul 22, 06:38 PM
 948           
 0
 20 Jul 22, 06:38 PM

বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো।।রাফিনিয়া

বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো।।রাফিনিয়া

স্পোর্টস ডেস্কঃ লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে। তবে শেষ পর্যন্ত শৈশবের স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ খুশি ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান। নতুন ক্লাবের সঙ্গে এখন প্রাক-মৌসুম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে তিনি। সেখানে বার্সেলোনার জার্সিতে প্রথমবার নেমেই গোলের দেখা পেলেন তিনি। আর আসন্ন এল ক্লাসিকো সামনে রেখে রাফিনিয়া বলছেন, কাতালান ক্লাবটি রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল।

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া প্রথমবার নেমেছিলেন বার্সেলোনার জার্সিতে। মার্কিন মুলুকে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেই হলো স্বপ্নপূরণ। রোনালদো, রোমারিও, রোনালদিনহো, নেইমারের উত্তরসূরি হয়ে এসেছেন ক্লাবে। আর জার্সি গায়ে দিয়েই ডেভিড বেকহামের ইন্টার মিয়ামির বিপক্ষে গোল করলেন। শুধু কী গোল, ৬-০ গোলে জেতা ম্যাচে দুটি অ্যাসিস্টও করেছেন এই ব্রাজিলিয়ান। স্বপ্নের অভিষেক বলতে ভয়, হোক না সে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন