News71.com
 Sports
 27 Jul 22, 12:56 PM
 1010           
 0
 27 Jul 22, 12:56 PM

জিম্বাবুয়েতে সবসময় কষ্ট করেই জিততে হয়।।তাসকিন

জিম্বাবুয়েতে সবসময় কষ্ট করেই জিততে হয়।।তাসকিন

নিউজ ডেস্কঃ ঘরের মাটিতে যে কোনো প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে জিম্বাবুয়ে। আর দুর্বল দল হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে খেলা কঠিন বলছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। আগের সফরে সব কয়েকটি ম্যাচ জিতলেও কষ্ট করেই জিততে হয়েছে, দেশ ছাড়ার আগে এমনটাই বলেছেন টাইগার এই পেসার। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেয় নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানসহ অধিকাংশ ক্রিকেটার৷ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন।

ভালো ফল আশা করেও কষ্টের কথা লুকালেন না এই পেসার। তাসকিন বলেন, 'ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।' তিন ফরম্যাটেই তাসকিন এখন দলের অন্যতম ভরসার নাম। হয়ে উঠছেন বোলিং বিভাগের প্রাণকেন্দ্র। নিজের লক্ষ্য নিয়ে তাসকিন জানান, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন